অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিং এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ওই ব্যক্তির নাম খোকন (৩৫)। তিনি মুরগি ব্যবসায়ী। শনিবার দিনগত রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খোকনের ভাই শরিফুল ইসলাম জানান, খোকন মোহাম্মদপুর তাজমহল রোডের ২৯/২৯ নম্বর বাসায় থাকেন। ওই এলাকায় তিনি মুরগির ব্যবসা করেন। রাতে নবদয় হাউজিং এলাকায় ব্যবসায়িক কাজ শেষে টাকা নিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন খোকন। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে।
এ সময় ছিনকাইকারীদের ছুরিকাঘাতে খোকন আহত হন। তার সঙ্গে থাকা এক লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া জানান, খোকন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন। মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























