অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম ফিরোজ মিয়া (২৬)। শনিবার দুপুরে এদুর্ঘটনা ঘটে। ফিরোজ পেশায় বাসের হেলপার ছিলেন।
ফিরোজের স্বজন মো. লাবলু মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ফিরোজ উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনের সড়ক পার হচ্ছিলেন। ওই সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল সাড়ে তিনটার দিকে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আমতপুর গ্রামে। বাবার নাম আবু তাহের। ফিরোজ গাজীপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
আকাশ নিউজ ডেস্ক 

























