অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ কোনোভাবেই কাজ করতে পারবে না বলে। এক টুইটার বার্তায় তিনি বলেন, এ বিষয়ে সামরিক বিশেষজ্ঞদের সাথেও তিনি আলোচনা করেছেন। এ কারণে মেডিকেল খরচ ও কাজের বিঘ্ন ঘটছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
গত বছর ওবামা প্রশাসন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্ত করার নীতি নির্ধারন করেছিলেন। ট্রাম্পের এমন পদক্ষেপে বারাক ওবামা প্রশাসনের ওই নীতি উল্টে যাচ্ছে। ট্রাম্প ক্ষমতায় এসে আগের সরকারের সেই পরিকল্পনা ছয় মাসের জন্য বন্ধ করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সেনাবাহিনীতে না নেওয়ার কথা জানিয়েছেন। তবে সমাজকর্মীরা তার এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এক তথ্য বিবরন অনুযায়ী বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে ১২ লাখ সদস্যের মধ্যে ২ হাজার ৪শ` ৫০ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















