অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার বিকালে কুমিল্লা রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে কুমিল্লার বানাশুয়ায় যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ডেমু ট্রেনটি উদ্ধার করে। পরে বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আটকা পড়েছিল। লাইন ঠিক হওয়ার পর ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, একটি ট্রাক দ্রুতগতিতে বানাশুয়া রেলক্রসিং অতিক্রম করার সময় আখাউড়া থেকে আসা যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























