অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার বানাসুয়া এলাকার অরক্ষিত লেভেল ক্রসিংয় পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক্টরকে ধাক্কা দিয়েছে ডেমু ট্রেন। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে শনিবার সকালে কুমিলা অদূরে বানাসুয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, সকালে আখাউড়া থেকে একটি ডেমু ট্রেন কুমিল্লা যাচ্ছিল। এসময় বানাসুয়া রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর দিয়ে একটি ট্রাক্টর পার হওয়ার সময় ওই ডেমু ট্রেনটি ধাক্কায় দেয়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘন কুয়াশায় সামনের সবকিছু অস্পষ্ট হয়ে আসায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি সরানোর চেষ্টা চলছে। এটি সরালেই ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই রেলওয়ে কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























