অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাহরাইনের সিতরা এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
নিহত আব্দুর নূর (৪৮)উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মসকাপুর গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জনক। নিহতের ছেলে আবদুল কালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাহরাইনের সিতরা এলাকায় দীর্ঘদিন থেকে তার বাবা কর্মরত রয়েছেন। শুক্রবার স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় বলদিয়ার একটি গাড়ির নিচে পিষ্ট হয়ে তিনি মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 

























