অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের ২০৯ নম্বর রুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলেন ২০০৯-২০১০ সেশনের আরিফুর রহমান রাশেদ। তিনি শান্তি ও সংঘর্ষ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।
জানা গেছে, ভোরে হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেন রাশেদ। এসময় রুমের অন্য সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইঁয়া বলেন, ভোর চারটার দিকে এই শিক্ষার্থী মারা যান। এখন তাকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























