ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

তুষারের চাদরে ঢাকা সাহারা মরুভূমি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুষারের চাদরে ঢাকা পড়েছে ধূ ধূ বালির সাহারা মরভূমি। গত ৪০ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় বারের মতো সাহারায় তুষারপাতের ঘটনা ঘটল।

তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তার আগে সাহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক। ২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সাহারায়।

গত রবিবার ভোর থেকেই বরফ পড়তে শুরু করে সাহারার কোলঘেঁষা আলজেরিয়ার ছোট্ট শহর আইন সেফরাতে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আলজেরিয়ায় অবস্থিত। আলজেরিয়ার এই শহরকে মূলত সাহারা মরুভূমির প্রবেশদ্বার বলা হয়।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল। ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সাহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সাহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

তুষারের চাদরে ঢাকা সাহারা মরুভূমি

আপডেট সময় ০৫:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুষারের চাদরে ঢাকা পড়েছে ধূ ধূ বালির সাহারা মরভূমি। গত ৪০ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় বারের মতো সাহারায় তুষারপাতের ঘটনা ঘটল।

তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তার আগে সাহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক। ২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সাহারায়।

গত রবিবার ভোর থেকেই বরফ পড়তে শুরু করে সাহারার কোলঘেঁষা আলজেরিয়ার ছোট্ট শহর আইন সেফরাতে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আলজেরিয়ায় অবস্থিত। আলজেরিয়ার এই শহরকে মূলত সাহারা মরুভূমির প্রবেশদ্বার বলা হয়।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল। ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সাহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সাহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে।