অাকাশ জাতীয় ডেস্ক:
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সদ্য নিয়োগ পাওয়া ফরিদুল আলম তালুকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকালে দায়িত্ব পালনে সুপ্রিম কোর্টে এলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফরিদুল আলম তালুকদারকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
আকাশ নিউজ ডেস্ক 




















