অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে বাসের চাপায় ২৫ বছর বয়সী যুবক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ রিয়াজ রুবেল জানান, বুধবার বিকালে মাওলানা ভাষানী স্টেডিয়ামের ১ নম্বর গেইটের সামনে শ্রাবন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
পরে উদ্ধার করে বিকাল সোয়া ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা গেন্জি।
আকাশ নিউজ ডেস্ক 

























