অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নোভো স্কশিয়া প্রদেশের একটি বাড়িতে রোববার অগ্নিকাণ্ডে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
পশ্চিম পুবনিকো দমকল বিভাগের উপপ্রধান ট্রয় অমিরাল্ট জানান, শনিবার দিবাগত মধ্যরাতের পর তারা নোবো স্কশিয়ার পুবনিকো নগরী থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত দমকলকর্মী পাঠান।
রোববার ভোরে যখন দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখনও বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দমকলকর্মীরা ওই বাড়ি থেকে দুজনকে জীবিত উদ্ধার করেন। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















