অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন পাকিস্তানে নৌঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা পার্স টুডে জানায়, ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণার পর পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে নৌঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চীন।
বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে ‘বিশেষ সেবা’ দিতে এই নৌঘাঁটি নির্মাণ করা হবে। গোয়াদর বন্দর পাকিস্তানের একটি বেসামরিক স্থাপনা। যে কারণে বর্তমানে সেখানে সামরিক জাহাজকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণেই সেখানে আলাদা নৌঘাঁটি নির্মাণ করছে চীন।
সাউথ চায়না মর্নিং পোস্টকে চীনা সামরিক বিশ্লেষক ঝৌ চেনমিং বলেন, গোয়াদর পূর্ণাঙ্গ বেসামরিক বন্দরে হওয়ায় সেখানে নৌঘাঁটি নির্মাণ জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সহায়তা করছে না অভিযোগ এনে দেশটির নিরাপত্তা সহায়তা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আফগানিস্তানে তৎপর সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান।
তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামাবাদ।
আকাশ নিউজ ডেস্ক 



















