ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

মাতৃমৃত্যু রোধ করলেই সার্থক হবে জয় বাংলা স্লোগান: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হলেই কেবল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ‘জয় বাংলা’ স্লোগান সার্থক হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জয় বাংলা ভাষণের মর্মার্থ হচ্ছে- দেশের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা, দেশের নিরক্ষরতা দূর করা। তাই নেতাকর্মীদের শুধু রাজনৈতিক অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিলেই চলবে না। বরং বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই স্লোগানের মর্মার্থ বুঝে তা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে বলে জানান মন্ত্রী। নাসিম বলেন, দেশে ১৪০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় দেড় কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে সরকার। পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই কেবল বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

এসময় মন্ত্রী এক রাজনৈতিক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, পদ্মা সেতু তৈরি হওয়ার পূর্বেই খালেদা কী করে বুঝলেন যে, সেতু নির্মাণে ত্রুটি রয়েছে? তাই তিনি বিশ্বব্যাংকের সাথে খালেদা জিয়ার সেতু নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করেন। একই সাথে নির্দিষ্ট সময়ে সরকারের নির্মিত পদ্মা সেতুর ওপর দিয়েই খালেদা জিয়া দক্ষিণাঞ্চলে যাবেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান। এসময় বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার উপস্থিত ছিলেন।

এছাড়া সাভার উপজেলার ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

মাতৃমৃত্যু রোধ করলেই সার্থক হবে জয় বাংলা স্লোগান: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হলেই কেবল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ‘জয় বাংলা’ স্লোগান সার্থক হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জয় বাংলা ভাষণের মর্মার্থ হচ্ছে- দেশের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, প্রতিটি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা, দেশের নিরক্ষরতা দূর করা। তাই নেতাকর্মীদের শুধু রাজনৈতিক অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিলেই চলবে না। বরং বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই স্লোগানের মর্মার্থ বুঝে তা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে বলে জানান মন্ত্রী। নাসিম বলেন, দেশে ১৪০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় দেড় কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে সরকার। পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই কেবল বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

এসময় মন্ত্রী এক রাজনৈতিক বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, পদ্মা সেতু তৈরি হওয়ার পূর্বেই খালেদা কী করে বুঝলেন যে, সেতু নির্মাণে ত্রুটি রয়েছে? তাই তিনি বিশ্বব্যাংকের সাথে খালেদা জিয়ার সেতু নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি উল্লেখ করেন। একই সাথে নির্দিষ্ট সময়ে সরকারের নির্মিত পদ্মা সেতুর ওপর দিয়েই খালেদা জিয়া দক্ষিণাঞ্চলে যাবেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান। এসময় বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার উপস্থিত ছিলেন।

এছাড়া সাভার উপজেলার ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।