অাকাশ জাতীয় ডেস্ক:
রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে হুন্ডির দায়ে মানি লন্ডারিংয়ের নয় মামলায় বিকাশের আট এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিআইডির সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার শারমিন জাহান দৈনিক আকাশকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























