অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের সাফল্য কামনা করছি। আপনাদের প্রতি আমার সমর্থন রয়েছে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক বার্তায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। গোটা বিশ্বেই ট্রাম্প ও নেতানিয়াহু মুসলমানদের প্রধান শত্রু হিসেবে পরিচিত।
ইরানে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে ছোটখাটো সমাবেশ হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ফেরত পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং সরকারের তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে।
কিন্তু কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো এসব সমাবেশ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ শত্রুরা নানা ষড়যন্ত্র শুরু করেছে।
আকাশ নিউজ ডেস্ক 





















