অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের গুলিতে ইউনুছ মিয়া নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন, যিনি মাদক চোরাকারবারি বলে দাবি করছে পুলিশ। এ সময় আতাউর রহমান নামে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দক্ষিণ হাতুন্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মাগুরুন্ডা গ্রামে ইউনুছসহ বেশ কয়েকজন ইয়াবা সেবন করছিল। জানতে পেরে পুলিশ মাদক চোরাকারবারিদের আস্তানা ঘেরাও করে। এ সময় চোরাকারবারিরা পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ মিয়া আহত হয়। এছাড়া চোরাকারবারিদের হামলায় চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইউনুছের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















