আকাশ বিনোদন ডেস্ক:
অবশেষে ঝড়ের গতিতেই শেষ হতে যাচ্ছে ২০১৭। আমরা সবাই ব্যস্ত নতুন বছরকে নতুনভাবে আঙ্গিকে গ্রহণ করতে। বলিউড ইন্ডাস্ট্রির কেমন গেল এ বছর? এ বছর বলিউড তারকাদের মতো সমানভাবে আলোচনায় ছিল তাদের সন্তানরা। সারা বছরই বিভিন্ন শিশুসুলভ কর্মকাণ্ডে শিরোনাম আর সামাজিক মাধ্যমে হয়েছেন অনেক ভাইরাল। বলিউড লাইফ ডটকমের সৌজন্যে জেনে নিই ২০১৭ সালের আলোচিত বলিউড শিশুদের মধ্যে কারা আলোচনার শীর্ষে ছিল।
১. মিশা (শহিদ কাপুর, মীরা রাজপুত)
২. তৈমুর আলি খান (সাইফ আলি খান-কারিনা কাপুর)
৩. আব্রাম খান (শাহরুখ খান-গৌরী খান)
৪. যশ-রুহি (করণ জোহর)
৫. আরাধ্য বচ্চন (অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন)
৬. লক্ষ্য (তুষার কাপুর)
৭. ইনায়া নাউমি (কুনাল খেমু-সোহা আলি খান)
৮. আহিল (আয়ুশ শর্মা-অর্পিতা খান)
৯. আদিরা চোপড়া (আদিত্য চোপড়া-রানী মুখার্জি)
১০. আমির খান-কিরণ রাও (আজাদ রাও খান)