অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অনন্ত কম্পোজিটের সামনে এ ঘটনা ঘটে। মনির হোসেন নাটোর জেলার সদর থানার বড় হরিদাসপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট রমজান আলী জানান, কাঁচপুর নয়াবাড়ি অনন্ত কম্পোজিটের সামনে ভোরে ঘন কুয়াশার কারণে কাভার্ডভ্যান চালক মনির হোসেন সামনে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মনির হোসেন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 























