অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
তুমুল বিরোধিতার মধ্যে বৃহস্পতিবার সংসদে মৌখিক ভোটে পাশ হয়ে গেলো তিন তালাক বিল। এই বিলে বলা হয়েছে, তাৎক্ষণিক তিন তালাক প্রমাণিত হলে তিন বছর কারাবাস এবং জরিমানা হবে পুরুষের। নাবালক সন্তানরা মহিলার কাছে থাকবে। আর মহিলা চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারেন।
জম্মু-কাশ্মীর ছাড়া দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই তিন তালাক আইন কার্যকর হবে। এ দিন লোকসভায় বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সাড়ে চার ঘণ্টার বিতর্ক শেষে ভোটাভুটিতে বাতিল হয়ে যায় অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তহাদুল (এআইএমআইএম)’র সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পেশ করা সংশোধনী।
তিনি অভিযোগ করেন, এই বিল এনে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় করছে কেন্দ্র। এতে তাঁদের স্বাধীনতার অধিকার খর্ব হবে। তবে এদিন লোকসভায় বিলটি প্রায় বিনাবাধায় পাশ হয়ে গেলেও, বিলটি যখন রাজ্যসভায় উঠবে, সেখানে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে।
আকাশ নিউজ ডেস্ক 



















