আকাশ বিনোদন ডেস্ক:
গত বৃহস্পতিবার দিল্লিতে হয়ে গেল কোহলি-আনুশকার প্রথম বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন পার্টি)। আজ মুম্বাইতে আরেকটি পার্টি করছেন এই দম্পতি। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে কোহলি বাহিনী। সেই সফরেই কোহলির সঙ্গে যেতে পারেন আনুশকাও। বর্ষ বরণের রাতটা দক্ষিণ আফ্রিকাতেই কাটাতে পারেন এই জুটি।
গত ১১ ডিসেম্বর ইতালির তুষ্কানির এক ঐতিহ্যবাহী দুর্গে বিবাহ সম্পন্ন করেন কোহলি আনুশকা। একেবারেই পারিবারিক বন্ধু-আত্মীয়দের সাক্ষী রেখে নিয়ম মেনে চার হাত এক হয় বিরাট-আনুশকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের কথা প্রকাশ করেন এই দম্পতি।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে শুভদৃষ্টি হয়েছিল বিরাট ও আনুশকার। তার পরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা বা কল্পনা তৈরি হয়েছে। কখনও কখনও সম্পর্ক ভাঙার কাহিনিও সামনে এসেছে। ২০১৫ সাল জুড়ে চলে মন কষাকষির খবর। ২০১৬ সালের পর ধীরে ধীরে আরো বেশি আপন হয়ে যান কোহলি-আনুশকা।