অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন আহত হন। হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা লোকজন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























