ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিয়েটা কি গোপনেই করলেন ইলিয়েনা!

আকাশ বিনোদন ডেস্ক:

ইলিয়ানা ডি ক্রুজ। বলিউড ও দক্ষিণী ছবির তারকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন রুস্তম বধূ।  বাদশাহোতেও নজর কেড়েছেন।  কিন্তু এবার সবকিছু ছাপিয়ে নিজের বাস্তব জীবনের স্বামীর ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।  অথচ এ নায়িকার বিয়ের খবরটাই জানতে পারলেন না ভক্তরা।  তবে কি গোপনেই বিয়েটা করেছেন ইলিয়েনা।

দীর্ঘ দিন ধরেই অস্ট্রেলিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে তার প্রেম চলছিল। দুজনে এক ছাদের নিচেই থাকেন। কাগজ-কলমে বিয়ের কাজটি সারেননি বলে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিতে পারেন না অ্যান্ড্রু ও ইলিয়ানা।  কিন্তু বড়দিন উপলক্ষে নিজের একটি ছবিতে অ্যান্ড্রুকে স্বামী পরিচয় দেন ইলিয়ানা।  এর ফলেই সন্দেহের দানা বেধেছে। এই তারকা এরই মধ্যে চুপিসারে বিয়ের শপথ নিয়ে ফেলেছেন কি না, সেটা এখনো অস্পষ্ট। কারণ, এখন পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত রবিবার রাতে ইনস্টাগ্রামে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন ইলিয়ানা ডি’ক্রুজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফটো বাই হাবি’, মানে বরের তোলা ছবি। আর ছবিটি তিনি ট্যাগ করেছেন অ্যান্ড্রু নিবোনকে। প্রেমিককে এর আগে কখনোই তিনি স্বামী বলে পরিচয় দেননি।

ইলিয়ানা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর কাছে বিয়ে বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমিকের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন, এটাই তাঁর কাছে বড় ব্যাপার। তাহলে ইলিয়ানা মত পাল্টেছেন? এই নায়িকা অ্যান্ড্রুকে বিয়ে করে তা গোপন রেখেছিলেন? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু ইনস্টাগ্রামে এই ছবির নিচে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইলিয়ানা। বড়দিনে তিনি বিয়ের ঘোষণা দিলেন, নাকি ভক্তদের ধাঁধায় ফেললেন, তা বোঝা যাচ্ছে না।

২০১২ সালে হিন্দি ছবি ‘বরফি’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার ছয় বছর আগে থেকেই ইলিয়ানা তেলেগু ছবির নিয়মিত নায়িকা। বলিউডে ‘বাদশাহো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রুস্তম’, ‘ম্যায় তেরা হিরো’ এই নায়িকার আলোচিত কিছু কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়েটা কি গোপনেই করলেন ইলিয়েনা!

আপডেট সময় ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

ইলিয়ানা ডি ক্রুজ। বলিউড ও দক্ষিণী ছবির তারকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন রুস্তম বধূ।  বাদশাহোতেও নজর কেড়েছেন।  কিন্তু এবার সবকিছু ছাপিয়ে নিজের বাস্তব জীবনের স্বামীর ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।  অথচ এ নায়িকার বিয়ের খবরটাই জানতে পারলেন না ভক্তরা।  তবে কি গোপনেই বিয়েটা করেছেন ইলিয়েনা।

দীর্ঘ দিন ধরেই অস্ট্রেলিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে তার প্রেম চলছিল। দুজনে এক ছাদের নিচেই থাকেন। কাগজ-কলমে বিয়ের কাজটি সারেননি বলে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিতে পারেন না অ্যান্ড্রু ও ইলিয়ানা।  কিন্তু বড়দিন উপলক্ষে নিজের একটি ছবিতে অ্যান্ড্রুকে স্বামী পরিচয় দেন ইলিয়ানা।  এর ফলেই সন্দেহের দানা বেধেছে। এই তারকা এরই মধ্যে চুপিসারে বিয়ের শপথ নিয়ে ফেলেছেন কি না, সেটা এখনো অস্পষ্ট। কারণ, এখন পর্যন্ত তাঁর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত রবিবার রাতে ইনস্টাগ্রামে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন ইলিয়ানা ডি’ক্রুজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফটো বাই হাবি’, মানে বরের তোলা ছবি। আর ছবিটি তিনি ট্যাগ করেছেন অ্যান্ড্রু নিবোনকে। প্রেমিককে এর আগে কখনোই তিনি স্বামী বলে পরিচয় দেননি।

ইলিয়ানা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছেন, তাঁর কাছে বিয়ে বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। বরং প্রেমিকের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন, এটাই তাঁর কাছে বড় ব্যাপার। তাহলে ইলিয়ানা মত পাল্টেছেন? এই নায়িকা অ্যান্ড্রুকে বিয়ে করে তা গোপন রেখেছিলেন? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু ইনস্টাগ্রামে এই ছবির নিচে কোনো প্রশ্নেরই উত্তর দেননি ইলিয়ানা। বড়দিনে তিনি বিয়ের ঘোষণা দিলেন, নাকি ভক্তদের ধাঁধায় ফেললেন, তা বোঝা যাচ্ছে না।

২০১২ সালে হিন্দি ছবি ‘বরফি’তে সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার ছয় বছর আগে থেকেই ইলিয়ানা তেলেগু ছবির নিয়মিত নায়িকা। বলিউডে ‘বাদশাহো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রুস্তম’, ‘ম্যায় তেরা হিরো’ এই নায়িকার আলোচিত কিছু কাজ।