আকাশ বিনোদন ডেস্ক:
রবীন্দ্রসংগীতে বিশেষ অবদান রাখায় কলকাতায় সংগীত মহাসম্মান পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতায় শুরু হয়েছে আট দিনব্যাপী ‘বাংলা সংগীত মেলা’। কলকাতার উত্তীর্ণ মুক্তমঞ্চে এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেলার উদ্বোধনী দিন ‘সংগীত মহাসম্মান’ পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বন্যার হাতে এই সম্মান তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
সর্বমোট তিনটি পুরস্কার প্রদান করা হয় —বিশেষ সংগীত সম্মান, সংগীত মহাসম্মান এবং সংগীত সম্মান।
এবার বিশেষ সংগীত সম্মান পেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ। তাঁদের প্রত্যেককে পদক, মানপত্র আর দুই লাখ রুপির চেক দেওয়া হয়।
রবীন্দ্রসংগীতে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যাসহ সংগীত মহাসম্মান পুরস্কার পেয়েছেন আটজ এছাড়াও লোকগীতিতে স্বপন বসু, ঝুমুরশিল্পী বিমলা দেবী, পটের গানে স্বর্ণ চিত্রকর, ফকিরি গানে খাইবার ফকির, তবলায় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, সন্তুরে তরুণ ভট্টাচার্য এবং গিটারে দেবাশীষ ভট্টাচার্য।
আকাশ নিউজ ডেস্ক 

























