অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো- ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬) তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, দোলন ও স্মৃতি দুই বোন ফুফরু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দুজনকে তলিয়ে যেতে দেখে ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুর ভর্তি কচুরি পানা থাকায় উদ্ধারে কিছুটা বিলম্ব হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























