আকাশ বিনোদন ডেস্ক:
দীর্ঘ বিরতির পর ‘আমি নেতা হবো’ সিনেমার জন্য চলতি বছর সিনে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব-মিম । এ সিনেমাটিও পৌঁছে গেছে মুক্তির দোর গোড়ায়। বৃহস্পতিবার সেন্সর বোর্ডে জমা পড়েছে। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বোর্ড সচিব জালাল উদ্দিন মুন্সী।
তিনি জানান, চলতি সপ্তাহেই সিনেমাটির সেন্সর শো অনুষ্ঠিত হতে পারে। কোনো জটিলতা না থাকলে শিগগিরই ছাড়পত্র পেয়ে যাবে।
সেন্সরের জন্য আবেদন করলেও সিনেমাটির দুটি গানের দৃশ্যায়ন বাকি আছে। শিগগিরই গানের শুটিং শেষ হবে। আর ফেব্রুয়ারিতে বড়পর্দা আলো করবে।
‘আমি নেতা হবো’ পরিচালনা করেছেন উত্তম আকাশ, প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী ও কাজী হায়াৎ।
আকাশ নিউজ ডেস্ক 

























