অাকাশ জাতীয় ডেস্ক:
সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপি পরাজিত হলেও ভোট বেড়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রংপুর সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের ভোট কমেছে।
এ সময় মির্জা ফকরুল বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে জাতীয় নির্বাচন ধরা যাবে না। রংপুর বরাবরই সাংগঠনিক ভাবে বিএনপির জন্যে দুর্বল জায়গা। কিন্তু প্রমাণিত হয়েছে আমাদের ভোট আগের চেয়ে বেড়েছে। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। দল একজনই নমিনেশন দেয়। তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না।’
আকাশ নিউজ ডেস্ক 




















