আকাশ বিনোদন ডেস্ক:
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। অন্যদিকে মডেল হিসেবে নজর কেড়েছেন শার্লিনা হোসেন। হাবিবের সঙ্গে এর আগে ‘মনের ঠিকানা’ নামের একটি গানে মডেল হয়েছিলেন শার্লিনা। আবারো হাবিবের গানে মডেল হচ্ছেন এই গ্ল্যামার কন্যা।‘চলো না’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানচিল মিউজিকের ব্যানারে তৈরি গানটির ভিডিও নির্মাণ করবেন তানিম রহমান অংশু। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কায় ভিডিওটির শুটিং হবে।

গানটির সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এই গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ফুয়াদের সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ।নতুন বছরে গানটির ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। এছাড়াও ভারতে গানটি প্রকাশ করা হবে।আসিফ ইকবাল বলেন, ‘হাবিব ও ফুয়াদের কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ সব সৃষ্টির মাধ্যমে তারা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।গানটির সঙ্গীতায়োজন প্রসঙ্গে ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘প্রথমবারের মতো হাবিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। যারা হারানো দিনের গান পছন্দ করেন তাদের এই গানটি ভালো লাগবে।
আকাশ নিউজ ডেস্ক 

























