অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক যেসব কাজ শেষ করে যেতে পারেননি বা তিনি ঢাকাকে ঘিরে যেসব স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবায়নে সহায়তা করতে চান তার ছেলে নাভিদুল হক। শুক্রবার রাজধানীতে আনিসুল হকের স্মরণ সভায় এই কথা বলেন তার ছেলে। ঢাকাস্থ নোয়াখালী সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আনিসুল হকের জন্ম ও বেড়ে উঠা নোয়াখালী থেকে উঠে আসা রাজনীতি, ব্যবসা ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষরা এই স্মরণ সভায় অংশ নেন। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।
ব্যবসায়ী নেতা আনিসুল হক ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর থেকে নগরীকে পাল্টে দিতে নানা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই গত আগস্ট যুক্তরাজ্যে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। আর সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর ৩০ নভেম্বর মারা যান আনিসুল হক।
আনিসুলের নেয়া উদ্যোগগুলো নগরবাসী কতটা সাদরে গ্রহণ করেছিলেন, সেটি তার মৃত্যুর পর জনমানুষের প্রতিক্রিয়ায় স্পষ্ট। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিয়েছেন তিনি। তাকে শেষ বার শ্রদ্ধা জানাতে এসে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার তাগাদা দিয়েছে নগরবাসী।
এরই মধ্যে আনিসুলের উত্তরসূরী নির্বাচন নিয়ে কথা উঠেছে। জানুয়ারির শুরুর দিকে ঢাকা উত্তরে ভোটের তফসিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আর ভোট হবে ফেব্রুয়ারির শেষ দিকে।
আনিসুলের ফাঁকা স্থান পূরণে আওয়ামী লীগ কাকে মনোনয়ন দেয় এ নিয়ে আলোচনার মধ্যে আনিসুল পরিবারের কথাও উঠেছে। যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রয়াত মেয়রের পরিবারকে টেনে না আনার অনুরোধ করেছেন।
আনিসুল হকের ছেলে তার বাবার কথা উল্লেখ করে বলেন, ‘ওনার অনেক স্বপ্ন ছিলো, কত প্ল্যান ছিলো, তার কিছুটা আমার জানার সৌভাগ্য আছে, এটা নিয়ে আমি সামনে আরও কথা বলবো। আমার যদি কোন হেল্প করতে পারি, অবশ্যই ওনার স্বপ্নপূরণে আমি সাহায্য করব।’
‘ওনার কথা মনে করে আমরা যেন শহরের জন্য ভালো কাজে এগিয়ে আসতে পারি। আমরা যেন ভালো কাজ করি।’
নাভিদুল হক বলেন, ‘আপনারা তাঁর ভালো কাজে অনেক উৎসাহ দিয়েছেন। অনেকেই তাকে উপস্থিত থেকেও সাহায্য করেছেন। এখানে কাদের আঙ্কেল আছেন, তিনি অনেক শক্তি সাহস দিয়েছেন। অনেক পরামর্শ দিয়েছেন। এ জন্য তাকে ধন্যবাদ।’
আনিসুল হকের ছেলে বলেন, ‘আমরা নোয়াখালীতে জন্মগ্রহণ ও বড় হইনি, কিন্তু আমার বাবা সবসময় আমাদের শেঁকড়ের কথা বলতেন। আমরা প্রতি বছর না হলেও কয়েক বছর পরপর গ্রামে যেতাম। নোয়াখালীতে যাওয়া আমার বাবার জন্য সবসময়ই খুশির একটা বিষয় ছিল।’
নোয়াখালী সমিতির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, জেএসডি নেতা আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক সামসুল হক, সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুল হাই প্রমুখ বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 

























