অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীতে তিন দিনব্যাপী মুদ্রা প্রদর্শনী বৃহস্পতিবার শুরু হয়েছে। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ভাস্কর্য গ্যালারিতে ‘মুদ্রা প্রদর্শনী-২০১৭’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিসি) ঢাকা ফোরাম-এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি’র সভাপতি অমলেন্দ্র সাহা। বিএনসিসি’র সাধারণ সম্পাদক এম এ কাশেম এতে স্বাগত রাখেন।
শিশু-কিশোরসহ মোট ৩০ জন সংগ্রাহক এ প্রদর্শনীতে অংশ নেন। এরা হচ্ছে- স্কলাসটিকা, সানবিম, বিয়াম ল্যাবলেটরি স্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা আইডিয়াল প্রিপারেটরি স্কুল, জোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদ্রাসার শিক্ষাথীর্রা।
খ্রিষ্টপূর্ব সময় থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন দেশের প্রচলিত ধাতব মুদ্রা, ব্যাংক নোট এবং মডেল এতে প্রদর্শন করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 

























