ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

রংপুর নির্বাচনকে মডেল বলছে ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে মডেল নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন যে আশাবাদের কথা জানিয়েছিল, সেটি কার্যক্ষেত্রে ফলেছে বলে দাবি করেছেন একজন নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, মডেল নির্বাচন করতে পেরেছেন তারা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট চলে উত্তরের বিভাগীয় শহরটিতে। ১৯৩টি ভোটকেন্দ্রের কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, জাল ভোট দেয়ারও কোনো অভিযোগ উঠেনি।

বর্তমান নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর কুমিল্লা সিটি করপোরেশনে প্রথম নির্বাচন করেছে তারা। রংপুরে তাদের পরিচালনায় হচ্ছে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনের প্রতি গোটা দেশবাসীর দৃষ্টি রয়েছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোও এই ভোটকে নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবেই বলে আসছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পরীক্ষায় তারা পাস করেছে। ভোট শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিং করেন কমিশনার রফিকুল ইসলাম। তিনি জানান ভোট নিয়ে তারা সন্তুষ্ট।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মডেল নির্বাচন করার কথা আপনাদের বলেছিলাম। রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। একটি মডেল নির্বাচন হয়েছে।’ ভোট চলাকালে কোনো ধরনের গোলযোগ, অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান এই নির্বাচন কমিশনার। তবে ভোট গণনার সময় একটি কেন্দ্রে ইটের টুকরো ছোড়া হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি- কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ করা হয়নি। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন, রংপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে গোপন সমঝোতা হয়েছে। সেখানে বিএনপির প্রার্থীর এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এরই মধ্যে বলেছেন, বিএনপির এই অভিযোগ সঠিন না। ভোট নিয়ে তারা সন্তুষ্ট।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। ‘যে কেউ অভিযোগ করতে পারেন, আমরা মনে করি তা সঠিক নয়। তবুও অভিযোগ যেহেতু করেছে-আমরা তা খতিয়ে দেখব।’ নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। গণমাধ্যম থেকেই এই তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ভোটের ফলাফল শেষেই চূড়ান্ত হিসাব আসবে।

তবে যে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হয়েছে, সেই কেন্দ্রের পূর্ণাঙ্গ হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে ওেই কেন্দ্রে ৬০.৮১% ভোট পড়েছে। ২০৫৯ ভোটারের মধ্যে এ কেন্দ্রে ১২৫২ জন ভোট দিয়েছে। এর আগে রংপুরের ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা প্রতিনিয়ত ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। সুষ্ঠু ও সুন্দর ভোট, কোথাও কোনো অভিযোগ নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর নির্বাচনকে মডেল বলছে ইসি

আপডেট সময় ১০:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে মডেল নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন যে আশাবাদের কথা জানিয়েছিল, সেটি কার্যক্ষেত্রে ফলেছে বলে দাবি করেছেন একজন নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, মডেল নির্বাচন করতে পেরেছেন তারা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট চলে উত্তরের বিভাগীয় শহরটিতে। ১৯৩টি ভোটকেন্দ্রের কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, জাল ভোট দেয়ারও কোনো অভিযোগ উঠেনি।

বর্তমান নির্বাচন কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর কুমিল্লা সিটি করপোরেশনে প্রথম নির্বাচন করেছে তারা। রংপুরে তাদের পরিচালনায় হচ্ছে দ্বিতীয় নির্বাচন। এই নির্বাচনের প্রতি গোটা দেশবাসীর দৃষ্টি রয়েছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোও এই ভোটকে নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবেই বলে আসছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পরীক্ষায় তারা পাস করেছে। ভোট শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিং করেন কমিশনার রফিকুল ইসলাম। তিনি জানান ভোট নিয়ে তারা সন্তুষ্ট।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মডেল নির্বাচন করার কথা আপনাদের বলেছিলাম। রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। একটি মডেল নির্বাচন হয়েছে।’ ভোট চলাকালে কোনো ধরনের গোলযোগ, অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান এই নির্বাচন কমিশনার। তবে ভোট গণনার সময় একটি কেন্দ্রে ইটের টুকরো ছোড়া হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি- কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ করা হয়নি। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন, রংপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে গোপন সমঝোতা হয়েছে। সেখানে বিএনপির প্রার্থীর এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এরই মধ্যে বলেছেন, বিএনপির এই অভিযোগ সঠিন না। ভোট নিয়ে তারা সন্তুষ্ট।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। ‘যে কেউ অভিযোগ করতে পারেন, আমরা মনে করি তা সঠিক নয়। তবুও অভিযোগ যেহেতু করেছে-আমরা তা খতিয়ে দেখব।’ নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। গণমাধ্যম থেকেই এই তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ভোটের ফলাফল শেষেই চূড়ান্ত হিসাব আসবে।

তবে যে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়া হয়েছে, সেই কেন্দ্রের পূর্ণাঙ্গ হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে ওেই কেন্দ্রে ৬০.৮১% ভোট পড়েছে। ২০৫৯ ভোটারের মধ্যে এ কেন্দ্রে ১২৫২ জন ভোট দিয়েছে। এর আগে রংপুরের ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা প্রতিনিয়ত ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি। সুষ্ঠু ও সুন্দর ভোট, কোথাও কোনো অভিযোগ নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।’