আকাশ বিনোদন ডেস্ক:
ভারতের স্যানিটেশন ব্যবস্থার বেহাল দশা নিয়ে এ বছর ছবি বানিয়ে হইচই ফেলে দেন শ্রী নারায়ণ সিং। এতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন ভূমি। ছবিটি সর্বমহলে প্রশংসিতও হয়েছে। ছবিটি মুগ্ধ করেছে বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটসকেও। এ ছবিটিকে ২০১৭ সালের অন্যতম সেরা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, ২০১৭ সাল যে খুব কঠিন বছর ছিল তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু অনেক ইতিবাচক ঘটনাও ঘটেছে।
এরপর টুইটারে তিনি বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। যেখানে ‘টয়লেট : এ লাভ স্টোরি’র কথাও উল্লেখ করেছেন। ছবিটি নিয়ে তিনি লিখেছেন, নবম্পতির কাহিনী নিয়ে নির্মিত রোমান্টিক ঘরাণার এ বলিউড ছবি ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সচেতন করেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























