অাকাশ নিউজ ডেস্ক:
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ সুপার মার্কেটের সামনের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ডাস্টবিনের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে ওই জায়গায় ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























