অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ (রবিবার) ০৩ ডিসেম্বর’২০১৭
(আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস)
বিশ্বজুড়ে প্রতিবন্ধী দিবসের অনুগামিতার পিছনে আছে এক ঘটনাবহুল জীবনস্মৃতি। ১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের প্রতি সহমর্মিতায় ও পরহিতপরায়ণতায় বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও পুনর্বাসনের কাজে স্বতঃপ্রবৃত্ত ভাবে এগিয়ে আসে। এর ঠিক পরের বছর জুরিখে বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। সেখান থেকেই প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত সব তথ্যের হদিশ মেলে। সেখানে সর্বসম্মতভাবে প্রতিবন্ধী কল্যাণে বেশকিছু প্রস্তাব ও কর্মসূচি গৃহীত হয়। খনি দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে আহ্বান জানানো হয়। সেই থেকেই কালক্রমে সারা পৃথিবীর প্রতিবন্ধী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর দিন হয়ে উঠেছে।
প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
- ফ্রান্সের রাজা ষষ্ঠ চার্লস জন্মগ্রহন করেন (১৩৬৮)
- রোমান ক্যাথলিক মিশনারী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চীনের উপকূলে মারা যান (১৫৫২)
- লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন (১৭৯০)
- ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দেখল করে নয় (১৮১০)
- ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয় (১৮১৮)
- এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৮২৮)
- একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয় (১৮৫১)
- পোলিশ বংশোদ্ভুত ইংরেজ লেখক জোসেফ কনরাডের জন্ম। ‘লর্ড জিম’ তার বিখ্যাত উপন্যাস (১৮৫৭)
- খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম (১৮৮২ )
- ভারতের বিখ্যাত দার্শনিক ও রাজনীতিবিদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহার রাজ্যে জন্ম গ্রহণ করেন (১৮৮৪)
- ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন (১৮৮৯)
- বিখ্যাত ফরাসী চিত্র-শিল্পী অগাস্টো রেনোয়ার ৭৮ বছর বয়সে মারা যান (১৯১৯)
- ফরাসি চিত্রপরিচালক জাঁ লুক গদারের জন্ম (১৯৩০)
- বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু জন্মগ্রহন করেন (১৯৩৫)
- কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামালের জন্ম (১৯৩৬)
- বিশ্বযুদ্ধের প্রসার লগ্নে জাপান পার্ল হারবার আক্রমণ করে (১৯৪১)
- রক ব্যান্ড ব্ল্যাক সাবাথের ভোকাল ওজি অসবর্নের (জন মাইকেল অসবর্ন) জন্ম (১৯৪৮)
- বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় (১৯৫৫)
- কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (১৯৫৬)
- দক্ষিণ আফৃকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃদপিন্ড প্রতিস্থাপন করেন (১৯৬৭)
- প্রাক্তন ফরাসি ফুটবল খেলোয়াড় ক্রিস্তিয়ান কারেম্ব্যু জন্মগ্রহন করেন (১৯৭০)
- মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে (১৯৭১)
- দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্ক বাউচার জন্মগ্রহণ করেন (১৯৭৬)
- বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান (১৯৭৬)
- কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দের মৃত্যু (১৯৮২)
- বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী (১৯৮৩)
- ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায় (১৯৮৪)
- ইরানের বিশিষ্ট লেখক এবং ইউনেস্কোর গবেষণা কমিটির সদস্য ডক্টর মোহাম্মাদ হোসাইন মাশায়েখ ফারিদানি ৭৬ বছর বয়সে মারা যান (১৯৯০)
- তেহরানে ফিলিস্তিন বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় (১৯৯০)
- বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত (১৯৯৯)
- সাংবাদিক ও শিশু সংগঠক রোকানুজ্জামান খান (দাদাভাই) ইন্তেকাল করেন (১৯৯৯)
- ইউক্রেনের কিয়েভে চেরনোবিল পারমাণবিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশী পঙ্গু শিশুর জন্য পেনশন দাবী করা হয় (২০০০)
আকাশ নিউজ ডেস্ক 



















