অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সজু মিয়া (২৬)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সজু মিয়ার সহকর্মী আলম হোসেন বলেন, কাউলা মোল্লাবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রডমিস্ত্রির কাজ করছিল সজু মিয়া। সকাল পৌনে ১০টার দিকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজু মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার উড়িয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























