আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার পেসার আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানিয়েছেন ফিল্ড আম্পায়াররা। ইতোমধ্যেই তার বোলিং অ্যাকশ নিয়ে বিসিবিতে রিপোর্ট করা হয়েছে।
তবে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠলেও আপাতত খেলতে বাধা নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসারের।
জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে বল করেন আল আমিন। সেই ওভারেই তার বোলিং নিয়ে সন্দেহ হয় ফিল্ড আম্পায়ারদের। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এর আগে ২০১৪ সালে আরও একবার আল আমিনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা পান তিনি।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, বোলিং অ্যাকশন নিয়ে আল-আমিনের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। তবে আগামী ১৪ দিন তার বোলিং করতে কোনো সমস্যা নেই। আইসিসির নিয়ম অনুযায়ী তার বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা হবে।
যদি কোনো সমস্যা পাওয়া যায়, তবে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে। তারপর তার অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত জানাব। ’
আকাশ নিউজ ডেস্ক 

























