আকাশ স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে বিপিএলের ৩৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মারলন স্যামুয়েলস, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে।
ঢাকার হয়ে কেভিন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন তামিম ও লিটন দাস। তবে মাঝখানে রানের গতি কিছুটা মন্থর হলেও শেষ দিকে মারলন স্যামুয়েলস ও শোয়েব মালিকে ব্যাটিংয়ে ভর করে ফাইটিং স্কোর গড়ে কুমিল্লা।
আকাশ নিউজ ডেস্ক 























