আকাশ স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে নাটকীয় জয়ের রাতেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার পেদ্রি ইনজুরিতে পড়েছেন এবং প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বুধবার রাতে চেক প্রজাতন্ত্রের প্রাগে অনুষ্ঠিত ম্যাচে পেদ্রি এক ঘণ্টার একটু বেশি সময় খেলেন। তবে ম্যাচের ৬১তম মিনিটে হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন স্পেন জাতীয় দলের এই মিডফিল্ডার। তার জায়গায় নামেন দানি ওলমো।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, “ঠিক কী হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে এটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা। ভালো কোনো খবর নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে।”
পরবর্তীতে বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, “পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, পেদ্রির ডান পায়ের বাইসেপস ফেমোরিসে পেশির চোট লেগেছে। তার সুস্থ হতে আনুমানিক এক মাস সময় লাগবে।”
বুধবার রাতেতীব্র শীতের মাঝে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ প্রথমার্ধেই মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে আত্মঘাতী গোলে সমতা ফেরায় স্লাভিয়া প্রাগ।
দ্বিতীয়ার্ধে পেদ্রি মাঠ ছাড়ার দুই মিনিটের মধ্যেই গোল করে বার্সাকে এগিয়ে দেন দানি ওলমো। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি নিজের আগের আত্মঘাতী গোলের ভুল শোধ দেন এবং ইউরোপে চলতি মৌসুমে নিজের প্রথম গোলটি করেন। শেষ পর্যন্ত ৪–২ ব্যবধানে জয় পায় কাতালানরা।
২৩ বছর বয়সী পেদ্রি এর আগেও একাধিকবার পেশির চোটে ভুগেছেন। চলতি মৌসুমের অক্টোবরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাঁচটি ম্যাচ মিস করেন তিনি। ডিসেম্বরে কাঁফের সমস্যাও তাকে এক ম্যাচের বাইরে রেখেছিল।
শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে আগামী ২৮ জানুয়ারি ঘরের মাঠে এফসি কোপেনহেগেনের বিপক্ষে জয় প্রয়োজন বার্সার। ফ্লিক বলেন, “ম্যাচটা সহজ হবে না। পেদ্রি হয়তো খেলতে পারবে না, ফ্রেঙ্কি ডি ইয়ং নিষেধাজ্ঞায় থাকবে। তবে লামিনে ইয়ামাল ফিরছে—এটাই ইতিবাচক দিক। আমাদের এখনও সুযোগ আছে।”
আকাশ নিউজ ডেস্ক 
























