আকাশ স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে । মঙ্গলবার অ্যাশলে জোসে মরিনিয়োর দলকে ইয়ংয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে।
১৯তম মিনিটেই গোল পায় ইউনাইটেড। ইয়ং স্বদেশি জেসে লিনগার্ডের পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন। ইংলিশ এই মিডফিল্ডার ছয় মিনিট পর দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন। ৩২তম মিনিটে দলের পক্ষেতৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়াল।
বিরতির পর ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনি ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান। ৮৬তম মিনিটে ২২ গজ দূর থেকে লিনগার্ড স্কোরলাইন ৪-২ করলে জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের।
ইউনাইটেড এই জয় দিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে এনেছে । ১৪ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩২।
আকাশ নিউজ ডেস্ক 

























