আকাশ বিনোদন ডেস্ক:
`পদ্মাবতী` বিতর্কে বলিউডের পর এবার রুখে দাঁড়াল টালিগঞ্জ। মঙ্গলবার টালিগঞ্জের কুশীলবরা ১৫ মিনিটের প্রতীকী হরতাল করল। দুপুর ১২ টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত রাজ্যের সিনেমা শিল্পে প্রতীকী হরতাল চলে। সমস্ত সিনেমা প্রদর্শন এবং সিনেমা, টিভি সিরিয়ালের শ্যুটিং ওই সময়ে বন্ধ রাখা হয়।
দুপুর ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এনটি ওয়ান স্টুডিও ও টেকনিশিয়ান স্টুডিওতে ফ্লোরের ভিতরে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বুকে কালো ব্যাজ পরে শ্যুটিং’এ অংশ নেওয়া কলাকুশীলরা এবং ক্যামেরার পিছনে থাকা সমস্ত কর্মীরা ফ্লোরের বাইরে এসে প্রতীকী হরতালে সামিল হন।
আকাশ নিউজ ডেস্ক 






















