ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

মাই নেইম ইজ ম্যাশ : ক্রিস গেইল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম।

তাই অনেক ক্রিকেটারই ক্রিস গেইল হওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু কি এমন হলো যে নিজের নাম পরিবর্তন করে ‘ম্যাশ’ (বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক) বললেন। আবার অনেকের মনে হতে পারে এই প্রতিবেদক ভুল করে ক্রিস গেইলের জায়গায় ‘ম্যাশ’ শব্দটি বসিয়ে দিয়েছেন। কিন্তু না, শিরোনারের উক্তিটি হুবহু ক্রিস গেইলের। আর সেটা বুঝে শুনেই বলেছেন রংপুর রাইডার্সের এই ক্যারিবীয়ান ওপেনার। সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা গেছে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাটিংয়ে মুগ্ধ গেইল বলেন, ”মাই নেইম ইজ ম্যাশ”।

একটু ফিরে তাকালে আপনি মনে করতে পারেন গত ২৫ নভেম্বর চলতি বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে এক অন্যরকম মাশরাফিকে দেখেছে ক্রিকেটবিশ্ব। সেদিন ম্যাশের ১৭ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসের কাছে ম্লান হয়ে গিয়েছিলেন স্বয়ং ক্রিস গেইল! যে গেইলের ভয়ে বিশ্বের সকল বোলারদের হাঁটু কাঁপে, সেই গেইল সেদিন হয়েছিলেন মাশরাফির ব্যাটিংয়ের মুগ্ধ দর্শক।

ম্যাচ শেষেও তার মুগ্ধতা কাটেনি। যার প্রমাণ ওই ভিডিও।

রংপুর রাইডার্সের ক্রিকেটারদের ডিনারের সময় অফিসিয়ালদের কেউ একজন ভিডিওটি করেছেন। ম্যাচটি সম্পর্কে মাশরাফি, জনসন চার্লস ও ক্রিস গেইলদের অনুভূতি জানতে চেয়েছেন। তবে সবচেয়ে মজার ছিল গেইলের বক্তব্য। ওই দিনের অনুভূতি চেয়ে ক্যামেরা তাক করতেই খুব সিরিয়াসভাবে বলেন, ‘মাই নেইম ইজ ম্যাশ। ‘

এসময় পাশে বসে থাকা মাশরাফিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন, ‘সে হলো ক্রিস্টেফার (ক্রিস গেইল)’। এই কথা শুনে সবাই হেসে গড়িয়ে পড়েন। মাশরাফিও আর চুপ থাকতে পারলেন না। তিনিও গেইলকে দেখিয়ে বলেন, ‘সে হল মুর্তজা। গতকালও সে মুর্তজাই ছিল। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে তাক লাগালেন জয়া আহসান

মাই নেইম ইজ ম্যাশ : ক্রিস গেইল

আপডেট সময় ০৮:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম।

তাই অনেক ক্রিকেটারই ক্রিস গেইল হওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু কি এমন হলো যে নিজের নাম পরিবর্তন করে ‘ম্যাশ’ (বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক) বললেন। আবার অনেকের মনে হতে পারে এই প্রতিবেদক ভুল করে ক্রিস গেইলের জায়গায় ‘ম্যাশ’ শব্দটি বসিয়ে দিয়েছেন। কিন্তু না, শিরোনারের উক্তিটি হুবহু ক্রিস গেইলের। আর সেটা বুঝে শুনেই বলেছেন রংপুর রাইডার্সের এই ক্যারিবীয়ান ওপেনার। সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা গেছে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাটিংয়ে মুগ্ধ গেইল বলেন, ”মাই নেইম ইজ ম্যাশ”।

একটু ফিরে তাকালে আপনি মনে করতে পারেন গত ২৫ নভেম্বর চলতি বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে এক অন্যরকম মাশরাফিকে দেখেছে ক্রিকেটবিশ্ব। সেদিন ম্যাশের ১৭ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসের কাছে ম্লান হয়ে গিয়েছিলেন স্বয়ং ক্রিস গেইল! যে গেইলের ভয়ে বিশ্বের সকল বোলারদের হাঁটু কাঁপে, সেই গেইল সেদিন হয়েছিলেন মাশরাফির ব্যাটিংয়ের মুগ্ধ দর্শক।

ম্যাচ শেষেও তার মুগ্ধতা কাটেনি। যার প্রমাণ ওই ভিডিও।

রংপুর রাইডার্সের ক্রিকেটারদের ডিনারের সময় অফিসিয়ালদের কেউ একজন ভিডিওটি করেছেন। ম্যাচটি সম্পর্কে মাশরাফি, জনসন চার্লস ও ক্রিস গেইলদের অনুভূতি জানতে চেয়েছেন। তবে সবচেয়ে মজার ছিল গেইলের বক্তব্য। ওই দিনের অনুভূতি চেয়ে ক্যামেরা তাক করতেই খুব সিরিয়াসভাবে বলেন, ‘মাই নেইম ইজ ম্যাশ। ‘

এসময় পাশে বসে থাকা মাশরাফিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন, ‘সে হলো ক্রিস্টেফার (ক্রিস গেইল)’। এই কথা শুনে সবাই হেসে গড়িয়ে পড়েন। মাশরাফিও আর চুপ থাকতে পারলেন না। তিনিও গেইলকে দেখিয়ে বলেন, ‘সে হল মুর্তজা। গতকালও সে মুর্তজাই ছিল। ‘