আকাশ স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে বিপিএলের ৩১তম ম্যাচে টস জিতে সিলেটকে সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিানায়ক মাশরাফি বিন মর্তুজা। আর শুরুতেই সিলেট শিবিরে জোড়া আঘাত হেনেছেন রংপুরের নাজমুল ইসলাম অপু।
সিলেটের নুরুল হাসান ও নাসির হোসন দুজনকেই সাজঘরে পাঠিয়েছেন এ বাঁহাতি অর্থোডক্স বোলার।
এদিকে আজ শাহরিয়ার নাফিস ও থিসারা পেরেরাকে ছাড়াই মাঠে নামছে রংপুর। তাদের পরিবর্তে সামিউল্লাহ শেনওয়ারি ও নাহিদুল ইসলাম খেলছেন আজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে সিলেট। ২৬ রানে উইকেটে আছেন আন্দ্রে ফ্লেচার। অার ১৬ রানে বাবর আজম।
আকাশ নিউজ ডেস্ক 

























