আকাশ স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন শফিউল ইসলাম। সোমবার রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট শিকার করে এ রেকর্ড গড়েন শফিউল।
বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে এর আগে আরও তিনজন ক্রিকেটার ৫০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। তারা হলেন সাকিব আল হাসান, কেভিন কুপার ও মোহাম্মদ নাবী।
সর্বোচ্চ ৭২ উইকেট নিয়ে চূড়ায় রয়েছেন সাকিব। কুপার ৬০টি এবং কুমিল্লার আফগান স্পিনার নবী নিয়েছেন ঠিক ৫০টি উইকেট। আর শফিউল এ রেকর্ড স্পর্শ করতে ম্যাচ খেলেছেন ৪৭টি। টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার ৫/২৬। এর আগে দুবার বিপিএলে ৪ উইকেটের দেখা পান বাংলাদেশ জাতীয় দলের এই ডানহাতি পেসার।
আকাশ নিউজ ডেস্ক 
























