ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

ডাক্তার সাহেবরা আমাকে বাংলাদেশে মরতে দেন: প্রিয়ভাষিণী

অাকাশ জাতীয় ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ৮ নভেম্বর ভর্তি হয়েছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। সেখান থেকে দু’দিন বাসায় রাখার পর গত বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসক জানান, আপাত যা দেখা যাচ্ছে তাই সব নয়। উনার অবস্থা খারাপ। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

ক্লান্ত শরীরে ফেরদৌসীর কণ্ঠে বেরিয়ে এতো বলিষ্ঠ কিছু বাক্য- ‘আমার দেশ বেস্ট, আমার দেশের ডক্টর বেস্ট, আমার দেশের ট্রিটমেন্ট বেস্ট, আমার বেস্ট আত্মীয়-স্বজন, আমার বেস্ট বন্ধুবান্ধব সবই এখানে। বিদেশেতো আমার কিছু নেই। সেখানে আমি কেন যাবো?’

চিকিৎসক জানান, উনাকে (ফেরদৌসী প্রিয়ভাষিণী) যখন ল্যাব এইড হাসপাতালে মেডিকেল বোর্ড থেকে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশে যান, তখন তিনি চুপ করে শুনলেন। সব চিকিৎসক অবাক হয়ে দেখলেন, হঠাৎ করে তার চোখ দিয়ে পানি পড়ছে। আর একটু স্থির থেকে তিনি গান গেয়ে উঠলেন- ‘এই দেশেতে জন্ম যেনো, এই দেশেতে মরি।’ এরপর সাবলীলভাবে বললেন, ‘ডাক্তার সাহেবরা আমাকে বাংলাদেশে মরতে দেন।’

সেই অভিজ্ঞ চিকিৎসা নিজেও অনেকটাই আবেগ্লাপ্লুত হয়ে বললেন, ‘উনার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ অনেকে যেভাবে খরচ বহন করার আগ্রহ দেখাচ্ছেন তাতে উনি চাইলে যেকোনো সময় বিদেশ যেতে পারেন চিকিৎসা করাতে। কিন্তু এদেশ ছেড়ে তিনি যাবেন না। উনি বিদেশ যাবেন না।’

ফেরদৌসী প্রিয়ভাষিণী মেয়ে ফুলেশ্বরী বলেন, ‘উনার পেসমেকার বসানো হয়েছে। ডায়াবেটিক হাই। কিডনি বিকল। ৪ বার হার্ট ফেইল করেছে চলতি মাসে। এক পা ভাঙ্গা। একটা ট্রমার মধ্যে চলে গেছেন উনি।’ ‘যখন ইচ্ছা চুপ করে থাকেন। কথা বলেন না। আমি চাই, আমার সাথে একটু কথা বলুক। একটা দুইটা শব্দ বলেন-এই,’ যোগ করেন ফুলেশ্বরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাক্তার সাহেবরা আমাকে বাংলাদেশে মরতে দেন: প্রিয়ভাষিণী

আপডেট সময় ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ৮ নভেম্বর ভর্তি হয়েছিলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। সেখান থেকে দু’দিন বাসায় রাখার পর গত বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসক জানান, আপাত যা দেখা যাচ্ছে তাই সব নয়। উনার অবস্থা খারাপ। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

ক্লান্ত শরীরে ফেরদৌসীর কণ্ঠে বেরিয়ে এতো বলিষ্ঠ কিছু বাক্য- ‘আমার দেশ বেস্ট, আমার দেশের ডক্টর বেস্ট, আমার দেশের ট্রিটমেন্ট বেস্ট, আমার বেস্ট আত্মীয়-স্বজন, আমার বেস্ট বন্ধুবান্ধব সবই এখানে। বিদেশেতো আমার কিছু নেই। সেখানে আমি কেন যাবো?’

চিকিৎসক জানান, উনাকে (ফেরদৌসী প্রিয়ভাষিণী) যখন ল্যাব এইড হাসপাতালে মেডিকেল বোর্ড থেকে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশে যান, তখন তিনি চুপ করে শুনলেন। সব চিকিৎসক অবাক হয়ে দেখলেন, হঠাৎ করে তার চোখ দিয়ে পানি পড়ছে। আর একটু স্থির থেকে তিনি গান গেয়ে উঠলেন- ‘এই দেশেতে জন্ম যেনো, এই দেশেতে মরি।’ এরপর সাবলীলভাবে বললেন, ‘ডাক্তার সাহেবরা আমাকে বাংলাদেশে মরতে দেন।’

সেই অভিজ্ঞ চিকিৎসা নিজেও অনেকটাই আবেগ্লাপ্লুত হয়ে বললেন, ‘উনার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ অনেকে যেভাবে খরচ বহন করার আগ্রহ দেখাচ্ছেন তাতে উনি চাইলে যেকোনো সময় বিদেশ যেতে পারেন চিকিৎসা করাতে। কিন্তু এদেশ ছেড়ে তিনি যাবেন না। উনি বিদেশ যাবেন না।’

ফেরদৌসী প্রিয়ভাষিণী মেয়ে ফুলেশ্বরী বলেন, ‘উনার পেসমেকার বসানো হয়েছে। ডায়াবেটিক হাই। কিডনি বিকল। ৪ বার হার্ট ফেইল করেছে চলতি মাসে। এক পা ভাঙ্গা। একটা ট্রমার মধ্যে চলে গেছেন উনি।’ ‘যখন ইচ্ছা চুপ করে থাকেন। কথা বলেন না। আমি চাই, আমার সাথে একটু কথা বলুক। একটা দুইটা শব্দ বলেন-এই,’ যোগ করেন ফুলেশ্বরী।