আকাশ বিনোদন ডেস্ক:
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা এবার গাইলেন। শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিতে এ গানটি থাকবে।
`ওরে ও সুন্দরী হডে তোঁয়ার বাড়ি, বেহা ঠোডে আঁসি দিয়া মন লইলাদে হারি, ওরে ও সুন্দর হোলা আঙ্গো বাঈ নোয়াখালী, বেয়া চোখের ইশারা দি মন যে কাড়ি লইলি`। মুশফিক লিটু এমন কথার গানটির সঙ্গীতায়োজন করেছেন।
কনা জানান, প্রথমবার নোয়াখালীর ভাষায় কোনো গানে কণ্ঠ দিলাম। আগে থেকেই নোয়াখালীর ভাষা কিছুটা জানতাম। তাই গাইতে গিয়ে খুব বেশি সমস্যা হয়নি।
উত্তম আকাশ শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিটি পরিচালনা করছেন। ছবিটির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।
ছবিটির নতুন লটের শুটিং চলতি মাসেই হবার কথা রয়েছে। এই ছবির জন্য নোয়াখালীর ভাষা শিখেছেন চিত্রনায়িকা বুবলী।
আকাশ নিউজ ডেস্ক 























