ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

২০২১ সালের মধ্যে আইসিটি খাতে লক্ষ্যমাত্রা পাঁচ বিলিয়ন ডলার: পলক

আকাশ আইসিটি ডেস্ক:

২০২১ সালের মধ্যে দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে লক্ষমাত্রা পাঁচ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী দূত সম্মেলনের প্রথম দিনের শেষ সেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, `২০২১ সালের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে পাঁচ বিলিয়ন ডলারে নিতে চাই। তার জন্য আমরা প্রোডাক্ট ডাইভারসিকেশন এবং মার্কেট ডাইভারসিকেশন নিয়ে আলোচনা করেছি। আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে কোথায় মনযোগ দিতে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

পলক বলেন, ‘আমাদের সিকিউরিটি কমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন করা এবং এর পাশাপাশি ডিজিটাল মেটেরিয়াল যে ইলেকট্রনিক্সগুলো আছে সেগুলোকে কীভাবে আরও বেশি গ্লোবাল করা যায় সেটা নিয়ে কথা হয়েছে। বর্তমানে আমাদের টার্গেট রেচিপিয়ান দেশসমূহ ও অনলাইনে আমাদের প্রেজেন্স কতখানি বাড়াতে হবে এবং আমাদের ডিজিটাল রেপুটেশন নিয়ে কথা হয়েছে।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে পলক বলেন, ‘ডিজিটাল যুগে ডিল্পমেসিতে কমউনিকেশন নেটওয়ার্কিং খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভুলেশনে আছি সেখানে কীভাবে আমাদের দেশের হিউম্যান রিসোর্চকে স্কিল সেক্টরে পরিণত করতে পারি সেটা নিয়ে রাষ্ট্রদূত ও অ্যাম্বাসেডরদের সাথে আলোচনা হয়েছে।’

এর আগে, সকালে তিন দিনব্যাপী এ দূত সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কূটনীতিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে বাংলাদেশের স্বার্থরক্ষা করে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কীভাবে দেশে আরও বিনিয়োগ বাড়ানো যায় তাও দেখতে হবে।’

তিন দিনের এই সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন সেশনে সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কূটনীতিকদের উদ্দেশ্যে জাতীয় স্বার্থ সুরক্ষার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৫৮ দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আবাসিক প্রতিনিধিরা বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২১ সালের মধ্যে আইসিটি খাতে লক্ষ্যমাত্রা পাঁচ বিলিয়ন ডলার: পলক

আপডেট সময় ১২:৫৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

আকাশ আইসিটি ডেস্ক:

২০২১ সালের মধ্যে দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে লক্ষমাত্রা পাঁচ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী দূত সম্মেলনের প্রথম দিনের শেষ সেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, `২০২১ সালের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে পাঁচ বিলিয়ন ডলারে নিতে চাই। তার জন্য আমরা প্রোডাক্ট ডাইভারসিকেশন এবং মার্কেট ডাইভারসিকেশন নিয়ে আলোচনা করেছি। আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার এবং সার্ভিস সেক্টরে কোথায় মনযোগ দিতে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

পলক বলেন, ‘আমাদের সিকিউরিটি কমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন করা এবং এর পাশাপাশি ডিজিটাল মেটেরিয়াল যে ইলেকট্রনিক্সগুলো আছে সেগুলোকে কীভাবে আরও বেশি গ্লোবাল করা যায় সেটা নিয়ে কথা হয়েছে। বর্তমানে আমাদের টার্গেট রেচিপিয়ান দেশসমূহ ও অনলাইনে আমাদের প্রেজেন্স কতখানি বাড়াতে হবে এবং আমাদের ডিজিটাল রেপুটেশন নিয়ে কথা হয়েছে।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের গুরুত্ব তুলে ধরে পলক বলেন, ‘ডিজিটাল যুগে ডিল্পমেসিতে কমউনিকেশন নেটওয়ার্কিং খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভুলেশনে আছি সেখানে কীভাবে আমাদের দেশের হিউম্যান রিসোর্চকে স্কিল সেক্টরে পরিণত করতে পারি সেটা নিয়ে রাষ্ট্রদূত ও অ্যাম্বাসেডরদের সাথে আলোচনা হয়েছে।’

এর আগে, সকালে তিন দিনব্যাপী এ দূত সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কূটনীতিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে বাংলাদেশের স্বার্থরক্ষা করে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। কীভাবে দেশে আরও বিনিয়োগ বাড়ানো যায় তাও দেখতে হবে।’

তিন দিনের এই সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন সেশনে সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কূটনীতিকদের উদ্দেশ্যে জাতীয় স্বার্থ সুরক্ষার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৫৮ দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আবাসিক প্রতিনিধিরা বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।