আকাশ বিনেদন ডেস্ক:
জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’ থেকে ভোকালিস্ট তানযীর তুহীন গত ৭ অক্টোবর সরে যান। দলটির সঙ্গে শেখ ইশতিয়াক নামের নতুন একজন যুক্ত হলেন। শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়াউর রহমান যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে ইশতিয়াক শিরোনামহীনের সঙ্গে প্র্যাকটিসও শুরু করেছেন। তিনটি নতুন গানও তৈরি হয়েছে। গানগুলোর শিরোনাম বোহেমিয়ান, জাদুকর ও বারুদসমুদ্র। তিনটি গানেরই মিউজিক ভিডিও তৈরি হয়েছে।
জিয়াউর রহমান বলেন, আগামী ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ‘জাদুকর’ গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের শেষ দিক থেকে নিয়মিত কনসার্টে গান করবে শিরোনামহীন।
আকাশ নিউজ ডেস্ক 























