আকাশ বিনোদন ডেস্ক:
সালমানের ভাই আরবাজ খানের সঙ্গে ‘তেরা ইন্তেজার’ ছবিতে জুটি বেঁধেছেন সানি লিওন। শুক্রবার মুক্তি পেয়েছে মিউজিক্যাল থ্রিলার। এতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে রয়েছে। সানি ও আরবাজের ঘনিষ্ঠভাবে চুম্বন দৃশ্যেও দেখা যাবে।
সম্প্রতি ছবির প্রচারণার সময় সানি লিওন তার এক গোপন আশার কথা জানালেন। এও বললেন তার সেই আশা পূরণ হয়নি। এ জন্য হতাশ হয়েছেন তিনি।
সানি আশা করেছিলেন, সালমান খান ‘তেরা ইন্তেজার’ ছবির সেটে তার সঙ্গে দেখা করতে আসবেন। কারণ আরবাজ যেহেতু সালমানের ছোট ভাই, তাই সানির আশা ছিল, নিশ্চয়ই সালমান একদিন সেটে আসবেন। কিন্তু তিনি আসেন নাই।
সানি লিওন হতাশার সুরে বলেন, ইশ, সালমান যদি শুটিংয়ের সময় আমাদের ছবির সেটে আসতেন। ভেবেছিলাম তিনি সটে আসবেন, কিন্তু আসেননি। আসলে তিনি ব্যস্ত, তাই হয়তো আসতে পারেননি।
সালমান খানের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মধ্য দিয়ে সামনে আসেন সানি লিওন। এরপরই বলিউডে তার যাত্রা শুরু হয়।
আকাশ নিউজ ডেস্ক 























