আকাশ বিনোদন ডেস্ক:
দর্শকের অন্যতম আকর্ষণ হিসেবে ছবিতে যৌনতা রাখেন নির্মাতা-প্রযোজকরা। আর নির্মাতাদের নির্দেশনা অনুসারে সেসব দৃশ্যে অভিনয় করতে হয় শিল্পীদের। কিন্তু তাদের কাছে কেমন লাগে এমন দৃশ্যে অভিনয় করতে? প্রশ্নটা অনেকের মনেই জাগে।
এই প্রশ্নের উত্তর দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। যিনি টালিউড এবং বলিউডের বেশ কিছু ছবিতে খোলামেলা চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি দাম বলেন, যৌন দৃশ্যের প্রয়োজন হলে অভিনেতা-অভিনেত্রীকে সেটা করতে হয়। কারণ তারা কেবল চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু শটের পর যখন কেউ জিজ্ঞেস করেন, এই দৃশ্যে অভিনয় করতে কেমন লেগেছে? কতবার মহড়া দিতে হয়েছে? অথবা কতবার এই শট দেওয়া লেগেছে? এসব প্রশ্ন খুবই বিরক্তিকর। অভিনেত্রী আর চরিত্রের মধ্যে যে পার্থক্য আছে, অনেকেই সেটা বোঝেন না।
সাক্ষাৎকারে পাওলি আরও জানান, অভিনয় জগতে আসার চিন্তা কখনই ছিলো না পাওলির। তার পরিবারের সবাই শিক্ষাখাতে কাজ করছেন। শুধুমাত্র মায়ের ইচ্ছেতেই পাওলি এই রূপালি ভুবনে এসেছেন। আর এসেই জয় করে নিয়েছেন ভারতের অন্যতম দুই ইন্ডাস্ট্রি।
আকাশ নিউজ ডেস্ক 























