অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর উত্তরায় পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন বৃদ্ধ এবং অপরজন যুবক। তারা দুইজনেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
মৃতরা হলেন আবুল বাশার (৭০) ও এ কে এম তাসফিউজ্জামান (২১)। পুলিশের ভাষ্যমতে তারা দুজনেই মানসিকভাবে অসুস্থ এবং একজন মাদকাসক্ত ছিলেন। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সাদেক বলেন, সকাল সাড়ে নয়টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়ির ডাইনিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে চাদর দিয়ে পেঁচানো অবস্থায় আবুল বাশারের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী শারমিন ফেরদৌসের ভাষ্যমতে শুক্রবার দিবাগত রাত এক থেকে ভোর ছয়টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন।
মৃত আবুল বাশার দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাবার নাম মৃত ফয়েজ আহমেদ।
অপরদিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার আরেকটি বাড়ি থেকে এ কে এম তাসফিউজ্জামান নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ওমর কায়েস বলেন, সকাল সাড়ে নয়টার দিকে উত্তরা নয় নম্বর সেক্টরের ৩/বি নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে মাল্টিপ্লাগের তার দিয়ে পেঁচানো অবস্থায় তাসফিউজ্জামানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলের ছাত্র ছিলেন।
তার পরিবারের ভাষ্যমতে তিনিও একজন মানসিক রোগী এবং মাদকাসক্ত ছিলেন। তার বাবার নাম এ কে এম সারোয়ারুজ্জামান।
আকাশ নিউজ ডেস্ক 

























