আকাশ বিনোদন ডেস্ক:
অভিনেত্রী অধরা খানের নতুন চলচ্চিত্রের নাম ‘নায়ক’। চলচ্চিত্রটির কাজের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত তিনি। ২০১৮ সাল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। অধরা বিপরীতে অভিনয় করবেন অভিনেতা বাপ্পী চৌধুরি। চলচ্চিত্রটির পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান। ডিসেম্বরে চলচ্চিত্রটির মহরত করার কথা রয়েছে।
অধরা খান চলচ্চিত্রটি প্রসঙ্গে বলেন, ‘আমি খুব বেশি চলচ্চিত্রে কাজ করতে চাই না। বছরে কয়েকটি ভালো চলচ্চিত্রে অভিনয় করতে পারলে আমার ভালো লাগবে। আমি ২০১৮ সালের শুরুতে ইস্পাহানি আরিফ জাহান স্যারের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারব। এটা ভেবে খুব ভালো লাগছে। এছাড়া বাপ্পী ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম চলচ্চিত্র। বলা যায় এখন আমি ‘নায়ক’ এর অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, প্রতিটা চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন গল্প থাকে। এই চলচ্চিত্রটিতে আমার চরিত্রটা বোঝার চেষ্টা করছি। চরিত্রের ভেতরে ঢোকার চেষ্টা করছি। এছাড়াও কিছু চমক আছে। কিন্তু সেটা এখন বলতে চাই না। সবাই দোয়া করবেন যেন অভিনয়টা ভালো ভাবে শেষ করতে পারি।
চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক জানান, ‘ডিসেম্বরে চলচ্চিত্রটির মহরত করার পরিকল্পনা আছে। আশা করছি, চলচ্চিত্রটিতে বাপ্পী ও অধরা উভায়ই অনেক ভালো অভিনয় করবেন।’
আকাশ নিউজ ডেস্ক 























